চরিত্র :
১। রাজা লিয়ার
২। কর্ডেলিয়া – রাজা লিয়ার এর ছোট কন্যা
৩। গনেরিল – লিয়ারের বড় মেয়ে আর ডিউক অফ আলবানির স্ত্রী
৪। রিগান – রাজা লিয়ারের মেঝো মেয়ে আর ডিউক অফ কর্নওয়ালের স্ত্রী
৫। গ্লচেসটার- একজন আর্ল – এডমান্ড ও এডগার এর পিতা।
৬। এডগার – গ্লচেস্টারের বৈধ সন্তান।
৭। এডমান্ড - গ্লচেসটারের ছোট এবং অবৈধ সন্তান।
৮। কেন্ট – গ্লচেষ্টারের মতই একজন আর্ল এবং লিয়ারের অনুগত।
৯। আলবানী – গনেরিল এর স্বামী কিন্তু তার মতো নিষ্ঠুর ছিল না।
১০। কর্নওয়াল – রিগানের স্বামী ও তার মতের অনুসারী। ১১। ফুল – ভাড়, রাজা লিয়ারের অনুগত।
১২। অসওয়াল্ড – গনেরিলের বাসার পরিচারক ও তার বিশ্বস্থ।
ব্রিটেনের বয়োবৃদ্ধ রাজা লিয়ার চিন্তা করলেন যেহেতু তিনি বৃদ্ধ হয়ে যাচ্ছেন,তাই তার সমস্ত রাজ্য সমানভাবে ভাগ করে দেবেন তার তিন কন্যার মাঝে। তাই তিনি ভাবলেন তিনজনকেই পরীক্ষা নিবেন। তিনি সবাইকেই জিজ্ঞাসা করলেন, কে তাকে কতটুকু ভালবাসে। তার বড় দুই মেয়ে গনেরিল ও রিগান তোষামোদি উত্তর দিলেন। তার ছোট মেয়ে করডেলিয়া তাকে কোন উত্তর দিল না, বলল, সে তাকে কতটুকু ভালবাসে এই প্রশ্নের তার কাছে কোন উত্তর দেয়ার মত কোন শব্দ তার জানা নাই। লিয়ার মারাত্বক রেগে গেলেন। তাকে তার সম্পত্তি থেকে ত্যাজ্য করলেন। ফ্রান্সের রাজার সাথে কর্ডেলিয়ার বিবাহের কথা পাকা ছিল। সে বলল, যদি রাজা লিয়ার তাকে কোন সম্পত্তি নাও দেন তবুও সে কর্ডেলিয়াকে বিয়ে করবে। সে তার বাবার দোয়া ছাড়াই ফ্রান্সে তাকে সংগ দেবে।
লিয়ার খুব দ্রুতই বুঝতে পেরেছিলেন যে তিনি একটি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। রিগান এবং গনেরিল খুব দ্রুতই লিয়ার এর সর্বশেষ যতটুকু ক্ষমতা অবশিষ্ঠ ছিল সেটুকু ধ্বংশের চেষ্ঠা চালিয়ে যাচ্ছিল। তার এতো ভালোবাসার কন্যারা তার সাথে বিশ্বাসঘাতকতা করবে তা তিনি বিশ্বাস করতে পারছিলেন না, তার মানসিক ভারসাম্য ঠিক রাখতে পারছিলেন না। কোন এক ঝড়ের রাত এ তিনি তার মেয়ের বাড়ি থেকে ছদ্যবেশে পালালেন। তার সাথে ছিল ফুল আর কেন্ট।
এদিকে গ্লচেস্টার নামে এক ধনীলোক একই ধরনের পারিবারিক সমস্যায় পড়লেন। তার অবৈধ সন্তান এডমন্ড তাকে এ কথা বিশ্বাস করাতে চাইলো যে, তার বৈধ সন্তান এডগার তাকে হত্যা করে সম্পদের মালিক হতে চাচ্ছে। এডগার এ বিষয়ে জেনে গেলেন। আর এদিকে তখন গ্লচেস্টার তাকে ধরার জন্যে একজন মনুশ্য শিকারী কে ঠিক করে। তার কাছ থেকে এডগার ভিক্ষুকের ছদ্যবেশ নিয়ে পালিয়ে আসে আর নিজেকে পরিচয় দেয় গরিব টম নামে। রাজা লিয়ার এর মত সেও উশর প্রান্তরের দিকে যাত্রা করে।
গ্লচেস্টার জানতে পারে যে রাজা লিয়ার তার কন্যাদের দ্বারা বিপদের সম্মুখিন হয়েছেন, তখন তিনি নিজের বিপদের সম্ভাবনা সত্ত্বেও তাকে সাহায্য করতে এগিয়ে যান। রিগান এবং তার স্বামী আবিষ্কার করে যে গ্লচেরস্টার, লিয়ার কে সাহায্য করছে, তখন তাকে তারা আটক করে, তার বিরুদ্ধে রাস্ট্রদ্রোহ ও বিশ্বাসঘাতকতার অভিযোগ আনে এবং চোখ অন্ধ করে দেয়। সে দেশের গ্রাম এলাকায় অন্ধ অবস্থায় ঘুরতে থাকে। ডোভার শহরে তখন তার সন্তানের সাথে দেখা হয়, একই সময়ে রাজা লিয়ার সেখানে উপস্থিত হয়।
ডোভারে কর্ডেলিয়ার নেতৃত্বে তার পিতাকে রক্ষার জন্যে একটি ফরাসি সেনাদল আসে। এদিকে এডমন্ড, রিগান আর গনেরিল এর সাথে মিলে আরো নতুন নতুন ষড়যন্ত্র করতে থাকে ।আর একটি বিষয় হল এডমন্ডের সাথে দুইজনের কিছুটা প্রণয় লীলা শুরু হয়। গনেরিল এর স্বামী লিয়ার এর প্রতি কিছুটা দয়াদ্র ছিল, তাই গনেরিল আর এডমন্ড আলবানীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে।
এদিকে নিরাশাবাদী হয়ে গ্লচেস্টার আত্মহত্যা করতে চায়। তার ছেলে এডগার অদ্ভুত চাতুরতার সাথে তাকে রক্ষা করে। তাকে একটি কাল্পনিক খাড়ীর কাছে নিয়ে যায়। এ সময় ডোভারে এডমান্ড এর নেতৃত্বে ইংরেজ সেনাবাহিনী কর্ডেলিয়ার ফরাসী বাহিনীকে পরাজিত করে। তারা কর্ডেলিয়া এবং তার পিতা লিয়ার কে গ্রেফতার করে। আর এই সময় এডগার তার ভাই এডমন্ড এর কাছে যায় এবং তাকে দ্বন্দযুদ্ধে হারিয়ে দেয় ও হত্যা করে। আমরা এ সময় গ্লচেস্টারের মৃত্যু সংবাদ শুনতে পাই। এদিকে গনেরিল হিংশায় বিষ প্রয়োগে তার বোন রিগান কে হত্যা করে। তারপর নিজেই আত্মহত্যা করে কারন তার স্বামীর তার বিশ্বাসঘাতকতার বিষয়ে জেনে যায়। এদিকে কারাগারে কর্ডেলিয়াকে অযথাই হত্যা করা হয়। কন্যার মৃত্যুশোকে তার পিতাও শিঘ্রই মারা যায়। অবশেষে আলবানি, এডগার এবং বৃদ্ধ কেন্ট তাদের দেশকে পরিচালনা করে ।
English :
Lear, the aging king of Britain, decides to step down from the throne and divide his kingdom evenly among his three daughters. First, however, he puts his daughters through a test, asking each to tell him how much she loves him. Goneril and Regan, Lear’s older daughters, give their father flattering answers. But Cordelia, Lear’s youngest and favorite daughter, remains silent, saying that she has no words to describe how much she loves her father. Lear flies into a rage and disowns Cordelia. The king of France, who has courted Cordelia, says that he still wants to marry her even without her land, and she accompanies him to France without her father’s blessing.Lear quickly learns that he made a bad decision. Goneril and Regan swiftly begin to undermine the little authority that Lear still holds. Unable to believe that his beloved daughters are betraying him, Lear slowly goes insane. He flees his daughters’ houses to wander on a heath during a great thunderstorm, accompanied by his Fool and by Kent, a loyal nobleman in disguise.
Meanwhile, an elderly nobleman named Gloucester also experiences family problems. His illegitimate son, Edmund, tricks him into believing that his legitimate son, Edgar, is trying to kill him. Fleeing the manhunt that his father has set for him, Edgar disguises himself as a crazy beggar and calls himself “Poor Tom.” Like Lear, he heads out onto the heath.
When the loyal Gloucester realizes that Lear’s daughters have turned against their father, he decides to help Lear in spite of the danger. Regan and her husband, Cornwall, discover him helping Lear, accuse him of treason, blind him, and turn him out to wander the countryside. He ends up being led by his disguised son, Edgar, toward the city of Dover, where Lear has also been brought.
In Dover, a French army lands as part of an invasion led by Cordelia in an effort to save her father. Edmund apparently becomes romantically entangled with both Regan and Goneril, whose husband, Albany, is increasingly sympathetic to Lear’s cause. Goneril and Edmund conspire to kill Albany.
The despairing Gloucester tries to commit suicide, but Edgar saves him by pulling the strange trick of leading him off an imaginary cliff. Meanwhile, the English troops reach Dover, and the English, led by Edmund, defeat the Cordelia-led French. Lear and Cordelia are captured. In the climactic scene, Edgar duels with and kills Edmund; we learn of the death of Gloucester; Goneril poisons Regan out of jealousy over Edmund and then kills herself when her treachery is revealed to Albany; Edmund’s betrayal of Cordelia leads to her needless execution in prison; and Lear finally dies out of grief at Cordelia’s passing. Albany, Edgar, and the elderly Kent are left to take care of the country under a cloud of sorrow and regret.
I am really excited to read story
ReplyDelete